চরফ্যাশনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতার হাতে আটক পিংকি বেগম

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতার হাতে আটক পিংকি বেগম
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


 

চরফ্যাশনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতার হাতে আটক পিংকি বেগম

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে কোটি টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে দক্ষিণ আইচা ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক ও ‘প্রয়োজন সমবায় সমিতি’র মালিক পিংকি বেগমকে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ আইচা বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে আসবাবপত্র সরিয়ে পালানোর সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা পরিচয়ে পিংকি বেগম বিভিন্ন এলাকায় গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করেন। পরে টাকা ফেরত চাওয়ায় তিনি নানা অজুহাতে তালবাহানা করেন।

শনিবার দুপুরে পালানোর সময় স্থানীয়রা বাধা দেন এবং তাকে ব্যাংক শাখায় আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উত্তেজিত জনতা দাবি জানায়- গ্রাহকদের টাকা ফেরত না দিলে পিংকিকে ছাড়বে না।

খবর ছড়িয়ে পড়লে শতাধিক ভুক্তভোগী ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রহিমা বেগম বলেন, আমার ১৪ হাজার টাকা আটকা আছে। আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই।

আলোকতাজ বেগম জানান, আমার ৭ হাজার টাকা আছে। সে পালিয়ে যাবে শুনে ছুটে এসেছি।

বিউটি বেগমের ১৬ হাজার, সাজেদা বেগমের ২৫ হাজার, আইয়ুব আলীর ৭০ হাজার, আখতার ঘরামীর ৭ লাখ এবং রুমা বেগমের ২৫ লাখ টাকা আটকা পড়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার ও টাকা ফেরতের দাবি জানান।

আটক পিংকি বেগম বলেন, আমি এখনো আটকা আছি, কিছু বলতে পারিনি। তবে দ্রুত গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করব।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:০২:৫৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ