সর্বশেষ
মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের পরকিয়ার জেরে স্ত্রীর মৃত্যু আমতলীতে আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগ হত্যা মামলায় বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ, আমতলীতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ খতিয়ে দেখবেন ইউএনও আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট বরগুনার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

গলাচিপায় স্বামী পরিত্যক্তা বিউটি রানীর আর্তনাদ: পথে বসার আশঙ্কা

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় স্বামী পরিত্যক্তা বিউটি রানীর আর্তনাদ: পথে বসার আশঙ্কা
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


গলাচিপায় স্বামী পরিত্যক্তা বিউটি রানীর আর্তনাদ: পথে বসার আশঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন বালুর মাঠে সরকারি জমিতে ত্রিশ বছর ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন স্বামী পরিত্যক্তা বিউটি রানী দেবনাথ। সম্প্রতি ডিসিআর না পাওয়ায় পথে বসার শঙ্কায় আছেন এই অসহায় নারী।

৪৫ বছর বয়সী বিউটি রানী দেবনাথের সংসারে আছেন দুই ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ পিতা অমূল্য দেবনাথ। দীর্ঘদিন ধরে দোকানের আয়ে সংসার চালিয়ে এলেও এখন তা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

বিউটি রানী সাগরকন্যাকে বলেন, ত্রিশ বছর ধরে সরকারি জমিতে চায়ের দোকান চালাচ্ছি। বহুবার ডিসিআর নিতে ঘুরেছি, কিন্তু পাইনি। ডিসিআর না পেলে আমাকে সন্তান ও বৃদ্ধ বাবাকে নিয়ে রাস্তায় থাকতে হবে।

স্থানীয় বিএনপি নেতা অবনী বাবু বলেন, দীর্ঘদিন ধরে জীবনযুদ্ধ চালিয়ে বিউটি রানী এখানে চায়ের দোকান করছেন। মানবিক কারণে সরকার তাকে ডিসিআর দিলে ন্যায়সঙ্গত হবে।

রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মুন্সী বলেন, বিউটি রানী অসহায় এক নারী। তিনি সরকারিভাবে কিছু সহযোগিতা পান, তবে তা যথেষ্ট নয়। দোকানেই তিনি সন্তানদের নিয়ে থাকেন।

গলাচিপার উলানিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান সাগরকন্যাকে বলেন, বিউটি রানী বহু বছর ধরে ওই জমিতে বসবাস করছেন। নিয়ম অনুযায়ী যাচাই শেষে ডিসিআরের সুযোগ থাকতে পারে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিউটি রানী লিখিত আবেদন করলে বিষয়টি মানবিকভাবে বিবেচনায় দেখা হবে। তবে সেটি যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ৭:৫৬:৫৫ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ