গলাচিপার গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান এখন আবু সাঈদ

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপার গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান এখন আবু সাঈদ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


 

গলাচিপার গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান এখন আবু সাঈদ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপার গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে ইউনিয়নের কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছিল। আবু সাঈদ আকন দায়িত্ব নেওয়ার পর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে নতুন গতি এসেছে।

স্থানীয় বাসিন্দা গৌতম হাওলাদার, নাসির উদ্দিন, জাকির হোসেন, কেশব দাস ও জয়দেব সাধু জানান, আগে ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ মূল কার্যালয়ের কাজ শেষে ইউনিয়নে আসতেন। এতে অনেক কাজ বিলম্বিত হতো। এখন স্থানীয় প্রতিনিধি দায়িত্বে থাকায় জনগণ দ্রুত সেবা পাচ্ছেন।

গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজউদ্দিন বলেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিস সকাল থেকে রাত পর্যন্ত কর্মচাঞ্চল্যে ভরপুর।

নবনিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন সাগরকন্যাকে বলেন, সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ হবে না। ইউনিয়ন হবে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ। জন্মনিবন্ধন, জেলে চাল, ভিজিডি ও সব ভাতা স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া হবে। তিনি ইউনিয়নের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ৯:০০:২৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ