বরগুনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদিকে ৫ বছরের কারাদণ্ড

হোম পেজ » বরগুনা » বরগুনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদিকে ৫ বছরের কারাদণ্ড
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


 

বরগুনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদিকে ৫ বছরের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

চাচাকে বাড়ি থেকে উৎখাতের পরিকল্পনায় বোনের মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে বাদি কাওসারকে পাঁচ বছর স্বশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি বেতাগী পৌরসভার খাদ্যগুদাম সড়কের মৃত আলাউদ্দিনের ছেলে কাওসার (৩৯) আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ নভেম্বর কাওসার তার চাচা মো. মোস্তফা হানিফের (৬৫) বিরুদ্ধে বেতাগী থানায় ধর্ষণ মামলা করেন। অভিযোগ ছিল, হানিফ তার বোনের ১০ বছরের শিশুকে ধর্ষণ করেছেন। ওই মামলায় হানিফ গ্রেপ্তার হয়ে তিন মাস ১৭ দিন জেলহাজতে ছিলেন।

তদন্তে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় তদন্ত কর্মকর্তা ২০২৩ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত মামলাটি খারিজ করেন। পরে ওই বছরের ৩ অক্টোবর মো. মোস্তফা হানিফ বাদি হয়ে কাওসারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে একই ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

রায়ে আদালত বলেন, কাওসার তার বোনের অল্পবয়সী মেয়েকে ব্যবহার করে চাচার বিরুদ্ধে জঘন্য মিথ্যা মামলা করেছেন। এতে ভুক্তভোগীর অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এ রায় শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রনজুয়ারা সিপু বলেন, মোস্তফা হানিফ আগে সৌদি আরবে একটি জাহাজের ক্যাপ্টেন ছিলেন। মিথ্যা মামলার কারণে তার চাকরি হারাতে হয়। আদালত ন্যায়বিচার দিয়েছেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী জাফর ইকবাল বলেন, এই রায়ের বিরুদ্ধে তার মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৭ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ