চাঁপাইনবাবগঞ্জে চেক মামলায় অবশেষে জামিনে বিএনপি নেতা

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে চেক মামলায় অবশেষে জামিনে বিএনপি নেতা
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে চেক মামলায় অবশেষে জামিনে বিএনপি নেতা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান মামলায় কারাদণ্ডের পর আপিলের শর্তে জামিন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক। বুধবার দুপুরে সাজা প্রদানকারী আদালতে তার জামিন আবেদন মঞ্জুর হয়।

রফিকুল ইসলামের আইনজীবী নূরে আল সিদ্দিকী আসাদ জানান, রায়ের পর অর্থদণ্ডের অর্ধেক পরিমাণ অর্থ জমা দিয়ে জামিন আবেদন করা হয়। আদালত ৩০ নভেম্বরের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আপিল দাখিল করা হবে।

এর আগে গত ২১ অক্টোবর যুগ্ম জেলা ও দায়রা জজ আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান চেক প্রত্যাখ্যান মামলায় রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

২০১৩ সালের ২৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও পৌর এলাকার রামকৃষ্টপুরের বাসিন্দা মো. হাম্মাদ আলী মামলাটি দায়ের করেন।

জামিন পাওয়ার পর রফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের দোসর হাম্মাদ আলী রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতার প্রভাবে আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছেন। বিচার বিভাগে এখনও রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫১ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ