
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল চরফ্যাশনের শুকখালি খালে অভিযান চালায়।
অভিযানে এফবি পাইওনিয়ার-০২ (মালিক: মো. সাইদ জুলফিকার মাহমুদ), এফবি মারজান-১ (মালিক: মল্লিক মিজান হাওলাদার), এফবি মদিনা-১ (মালিক: মো. ফারুক মাঝি), এফবি এনামুল হক-৩ (মালিক: মো. শামসুল হক মাঝি), এফবি হাফসানা (মালিক: মো. শামসুল হক মাঝি) ও এফবি বিসমিল্লাহ-১ (মালিক: সালাউদ্দিন মোল্লা) নামের ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে জব্দকৃত ট্রলিং বোটগুলোর সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ৭/২৮/৫৩ ধারায় দুলারহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়া, ২নং আসামী মো. ফারুক মাঝি ও ৬নং আসামী মো. সাইদ জুলফিকার মাহমুদ পূর্বেও একই অপরাধে অভিযুক্ত ছিলেন বলে থানার রেকর্ডে জানা গেছে। আইনে এই পুনরাবৃত্ত অপরাধের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রয়েছে।
অভিযানে অংশ নেন মেরিন ফিশারিজ অফিসার মো. তানভির আহম্মেদ, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন, সদস্য নিলয় মণ্ডল, মো. তৌহিদ ও মো. আল-আমিন।
মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।