আগৈলঝাড়ায় মাদক ব্যবসার খবর প্রকাশে যুবদল নেতার সংবাদ সম্মেলন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদক ব্যবসার খবর প্রকাশে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় মাদক ব্যবসার খবর প্রকাশে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক যুবদল নেতা।

গত ১৭ অক্টোবর একটি অনলাইন নিউজ পোর্টালে বাগধা ইউনিয়নের চক্রবাড়ি গ্রামের নাজমুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে শনিবার (১৮ অক্টোবর) রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুবদল নেতা নাজমুল হোসেন।

নাজমুল হোসেন লিখিত বক্তব্যে জানান, গত ১৩ সেপ্টেম্বর স্থানীয়দের সহায়তায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শাহাদাত হোসেন পিয়ুষকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে পিয়ুষ ও তার সহযোগীরা প্রতিশোধ নিতে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, পিয়ুষের সহযোগীরা ১২ অক্টোবর রাতে বাগধা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুহিদ হাওলাদারকে আস্কর বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় এবং রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি ধরাধর দিঘীর পাড়ে নিয়ে নির্যাতন করে। পরে তাঁকে দিয়ে আমার নামসহ স্থানীয় জসিম হাওলাদার, মেহেদী হাসান ও ফয়সাল হাওলাদারের নাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বলানো হয়।

সংবাদ সম্মেলনে রত্নপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রিপন শাহ, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মিয়া, শফিকুল ইসলাম ফারুক আকন, রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদ মিয়া ও শাহজাহান হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৪:৫৪:৩৩ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ