নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার) (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুল ইসলাম লিটু, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, দেবাশিষ মণ্ডল আশিষ, মোঃ রুহুল আমীন, হাবিবুল্লাহ, মাসুদুল আলম অপু, গোলাম আযম আসলাম, মোঃ আজিজুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও অমিত দত্ত সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি সুন্দর দেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর ও দায়িত্বশীল লেখনিতে সমাজের ইতিবাচক রূপ ফুটে ওঠে, আবার উদ্দেশ্যপ্রণোদিত লেখনি একটি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে।
সাংবাদিকরা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৬ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ