চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্বজনদের লাশ দেখাল বিজিবি-বিএসএফ
হোম পেজ »
রাজশাহী »
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্বজনদের লাশ দেখাল বিজিবি-বিএসএফ
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও বিএসএফ। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ৭৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তারা বানু। তিনি শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা। সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে বাংলাদেশী এক নারী নাগরিকের মৃত্যুর পর ভরতে বসবাসকারী তার মেয়ে মালেকা বেগমসহ অন্যান্য আত্মীয়দের অনুরোধে সীমান্তের শূন্য লাইনে লাশ দেখার সুযোগ ৃকরে দেয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তারা বানুর মৃত্যুর খবর পেয়ে ভারতে বসবাসকারী তার মেয়ে মালেকা বেগমসহ অন্যান্য আত্মীয়রা লাশ দেখার আবেদন করেন বিএসএফ-এর মাধ্যমে। আবেদনটি পাওয়ার পর তাৎক্ষণিক উদ্যোগ নেয় বিজিবি। পরে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছের শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ দেখার ব্যবস্থা করা হয়। শেষবারের মতো মা’কে দেখতে পেয়ে মেয়ে ও ভারতীয় স্বজনরা আবেগাপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৭ ●
২৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)