গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে গৌরনদী ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তরিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ