আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংর্বধনা প্রদান

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংর্বধনা প্রদান
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংর্বধনা প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সামাজিত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে জয়িতা নারীকে সংর্বধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারনাজা আক্তার, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম লিটন প্রমুখ। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য বড় বাশাইল গ্রামের সাইফুল ইসলাম লিটনের স্ত্রী মনিরা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য ফুল্লশ্রী গ্রামের প্রিয়া আক্তার, সফল জননী হিসেবে আহুতিবাটরা গ্রামের রেখা রানী হালদার, নির্যাতনের বিভীষিকা মুলে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় ফুল্লশ্রী গ্রামের শাহনাজ পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য আবদান রাখা আস্কর গ্রামের শেফালী রানী সরকারকে সংবর্ধনা শেষে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২০:১৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ