
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ শনিবার বিকেল ৩টায় সহধর্মিণী প্রফেসর ড. বাবুনা ফায়েজসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শন করেছেন। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ফুল দিয়ে তাঁদের বরণ করেন। পরে ইউজিসি চেয়ারম্যান নির্মাণাধীন স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে নবনির্মিত জিমনেসিয়াম ভবন উদ্বোধন করেন।
গতকাল শনিবার বিকেল ৪টায় টিএসসি কনফারেন্স কক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এতে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের চিত্র উপস্থাপন করেন। তবে মতবিনিময় সভায় শিক্ষার্থী বা শিক্ষক-কর্মচারীদের কোনো মতামত না নেওয়ায় ক্ষোভ দেখা দেয়। অনেকে মনে করেন, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বা টেন্ডার-সংক্রান্ত তথ্য গোপন রাখতেই মতামতের সুযোগ দেওয়া হয়নি।
সভায় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উপাচার্যের নেতৃত্বের প্রশংসা করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি নিহিত থাকে গবেষণায়। গবেষণায় সরকারের সহায়তা ও প্রণোদনা জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ-তোমাদের মধ্যেই আমাদের আশার আলো।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআর