
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা বসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল। সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর আহমেদ, নবাগত দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালে হাসনাইন পারভেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিপ্লব কুমার দেবনাথ, সদস্য মোসা. তহমিনা সুলতানা ও সদস্য তরিকুল ইসলাম অনিক।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে দুর্নীতিবিরোধী বিভিন্ন ব্যানার ও পোস্টারের প্রদর্শনী করা হয়।
এসবি/এমআর