গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

প্রথম স্ত্রীকে তালাক না দেয়ায় প্রবাসী স্বামী ও শাশুরির সাথে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের। নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় গত সাত মাস পূর্বে গার্মেন্টস শ্রমিক রুনাকে ঢাকা বসে বিয়ে করেন মনির। এরপর সে (মনির) প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরের সাতলা এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে দুবাই চলে যায়।

গত কয়েকদিন পর্যন্ত দ্বিতীয় স্ত্রী রুনা তার প্রবাসী স্বামী মনিরকে প্রথম স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে আসছিলো। এনিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে ও শাশুরি সাথে ঝগড়া হয় রুনার। ওইদিন দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে রুনা।  দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৯ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ