
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন ইউএনও যোগদান করেছে। দীর্ঘ দিন পর কুমিল্লার লাকসাম উপজেলার ইউএনও কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করায় উপজেলা প্রশাসনসহ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে স্থিতি অবস্থায় থাকা মামলার ফরিয়াদীদের ন্যায় বিচার পাওয়ার শঙ্কা কেটেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাউছার হামিদকে কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তাঁর দায়িত্ব নেয়ার কথা রয়েছে।
এদিকে কাউছার হামিদকে (পরিচিতি নম্বর ১৮৩৪৫) কলাপাড়া ইউএনও হিসেবে পদায়ন করার তথ্য প্রকাশের পর থেকে ফেসবুক জুড়ে শুরু হয়েছে অভিনন্দন। কেউ কেউ আবার এ বিষয়টিকে তেলবাজি বলে নিজেদের ফেসবুক আইডি থেকে ‘শুরু হয়ে গেছে……’ বলে পোস্ট দেয়ায় স্থানীয় নাগরিকদের দৃষ্টিগোচর হয়েছে। এনিয়ে স্থানীয় মানুষের মাঝে মুখরোচক কথাও শোনা যাচ্ছে।
এর আগে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম’র বদলীজনিত কারনে দীর্ঘ আড়াই মাস পদটি শূন্য থাকে। সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক একাধারে ইউএনও, উপজেলা প্রশাসক ও কলাপাড়া পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তাঁর আর্থিক ক্ষমতা না থাকায় প্রশাসনিক স্থবিরতা দেখা দেয়ার পর জেলা প্রশাসন তাঁকে আর্থিক ক্ষমতা প্রদান করে।