দুমকিতে মুদি দোকান চুরি: আটক কিশোরকে ছাড়িয়ে নিতে হুমকি!

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে মুদি দোকান চুরি: আটক কিশোরকে ছাড়িয়ে নিতে হুমকি!
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


রমজান মল্লিক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় মুদি দোকানে চুরির ঘটনায় আটক এক কিশোরকে ছাড়িয়ে নিতে সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও তার অনুসারীদের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকান থেকে নগদ টাকা চুরির সময় স্থানীয়রা রমজান মল্লিক (১৫) নামে এক কিশোরকে হাতেনাতে আটক করে। এসময় তার সহযোগী সাকিব (১৬) পালিয়ে যায়। আটক রমজানের বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে।

স্থানীয়রা জানান, টাকা নিয়ে পালানোর সময় রমজানকে ধরার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার শতাধিক অনুসারী নিয়ে এসে আটক কিশোরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান এবং উপস্থিত সাংবাদিকদের গালিগালাজ ও হুমকি দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে দোকান মালিক জলিল সিকদার ও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে অভিযুক্ত সদ্য বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতেনাতে চোর ধরার পরেও আইনি পদক্ষেপে বাধা দিয়েছে ছাত্রদল নেতা সরোয়ার ও তার লোকজন। এমনকি মালামাল লুটের হুমকিও দিয়েছে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও চিহ্নিত করা হচ্ছে।

এইদকে, এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়ে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অপচেষ্টা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা অপরাধের আতঙ্ক তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০১:৪৯ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ