চিকিৎসায় অবহেলার অভিযোগ দুমকিতে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » চিকিৎসায় অবহেলার অভিযোগ দুমকিতে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে ডেঙ্গু আক্রান্তে কলেজ ছাত্রের মৃত্যু!

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লেবুখালী ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মো. জাহাঙ্গির হোসেনের পুত্র। শুক্রবার জ্বরে আক্রান্ত হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জাকারিয়ার মৃত্যুর পর তার পরিবার চিকিৎসা অবহেলার অভিযোগ করেছে। পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে লাশ বহনের জন্য ট্রলি পর্যন্ত দেওয়া হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ রুমি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি করেছেন। তিনি লিখেছেন, সরকারি কলেজের ছাত্র জাকারিয়ার লাশ বহনে ট্রলি পর্যন্ত না পাওয়া দুঃখজনক ও অমানবিক।

এমআর

বাংলাদেশ সময়: ১১:০৪:৩৯ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ