গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালী, আলোচনা ও টিকাদান

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালী, আলোচনা ও টিকাদান
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদানের কর্মসূচি পরিচালিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুটি বিড়াল ছিল র‌্যালীর অন্যতম আকর্ষণ, যা পথচারীদের অনেককে কৌতুহলী করে তোলে। র‌্যালী শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ এবং প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসহ অনেকে।

আলোচনায় জলাতঙ্ক প্রতিরোধ, জানায় টিকাদান ও স্থানীয় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির শেষে দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৬ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ