তালতলীতে ভাতিজার মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

হোম পেজ » বরগুনা » তালতলীতে ভাতিজার মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে ভাতিজার দায়ের করা মিথ্যা মামলায় এক বৃদ্ধ ও তার পরিবারের নয় সদস্যকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের নয়া সিকদার (৬৫) এমন অভিযোগ করেছেন। তিনি দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেত রক্ষায় নয়া সিকদার বেড়া দিলে তা গত ৩ সেপ্টেম্বর ভেঙে ফেলেন তার ভাইয়ের ছেলে শাহ আলম সিকদার। এতে প্রতিবাদ জানালে শাহ আলম, তার ভাই রাসেল ও বাবা রব সিকদার মিলে লোহার রড দিয়ে নয়া সিকদারকে পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার বাম হাত ও নাকের হাড় ভেঙে যায়। স্বজনরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নয়া সিকদারের অভিযোগ, ঘটনার পর শাহ আলম নিজে মাথায় আঘাত করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই নয়া সিকদারসহ পরিবারের ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয় লুৎফা ও নিজাম জোমাদ্দার বলেন, শাহ আলম, রাসেল ও রব সিকদার মিলে নয়া সিকদারকে মারধর করেছেন। এখন উল্টো তাকেই আসামি করা হয়েছে।

নয়া সিকদারের জামাতা শহীদুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি নিজ বাড়িতে ছিলেন, তবু তাকে মামলায় আসামি করা হয়েছে। এমনকি তার এক আত্মীয় ও নববধুকেও আসামি করা হয়েছে। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

নয়া সিকদার বলেন, আমি বৃদ্ধ মানুষ, চলাফেরাও কষ্টকর। এখন মিথ্যা মামলায় আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। দ্রুত এ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হোক।

মামলার বাদী শাহ আলম সিকদার দাবি করেন, ঘটনাটি সত্য এবং কাউকে অহেতুক আসামি করা হয়নি।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে এবং কাউকে অযথা হয়রানি করা হবে না।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৬ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ