পিরোজপুরে এসডিএফ‘র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে এসডিএফ‘র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুরে এসডিএফ‘র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল, বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন। এছাড়াও আরও বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা: মো: রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দীন ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাছরুল্লাহ আল কাফীসহ অনেকে। বক্তারা এসডিএফের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরে তাদের প্রসংশা ব্যাক্ত করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন ও সঞ্চালনায় ছিলেন এসডিএফের জেলা আইসিবি কর্মকর্তা মেজবাউর রহমান এবং এসডিএফের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা: দিশারী মন্ডল। এসময় এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৯:০১ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ