
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়া বিরল সামুদ্রিক মাছ কালো পোয়া ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার বিকেলে ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি ১৬ হাজার টাকা দরে বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি মনিফিস আড়তে উঠলে ডাকের মাধ্যমে ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী মুসা কিনে নেন। তবে প্রত্যাশিত দাম পাননি বলে জানান তিনি। জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত।
আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে মাছটির এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হওয়ায় দাম অনেক বেশি।
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী বকতিয়ার উদ্দিন জানান, কালো পোয়া (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের একটি দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার লম্বা হয়, তবে কখনও ১.৫ মিটার পর্যন্ত হতে পারে। ওজন সাধারণত ১০-২৫ কেজি, কখনও ৫০ কেজিরও বেশি। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এ মাছ দেখা যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, মাছটিকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। বাংলাদেশে সচরাচর ধরা না পড়লেও সুন্দরবন এলাকায় মাঝে মাঝে পাওয়া যায়। সম্প্রতি ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সুফলে জেলেরা বড় বড় মাছ পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করছে।
এমবি/এমআর