অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী ডিসি

হোম পেজ » পটুয়াখালী » অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী ডিসি
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না-জেলা প্রশাসক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কোনো বেআইনি তৎপরতা সহ্য করা হবে না। তিনি বলেন, যে-ই হোক- সাংবাদিক বা রাজনৈতিক প্রভাবশালী- আইনের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার সকালে দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবুজর মো. এজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মাও. জালাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েল।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির পক্ষে অধ্যক্ষ মো. জামাল হোসেন, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, আঙ্গারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান ও এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির প্রমুখ।

এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৫ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ