চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়ছে না। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস চালক ও কর্মীরা জানান, ২৪ ঘন্টায় একদিন হলেও লাগাতার প্রতিদিন ২৪ থেকে ৩২ ঘণ্টা কাজের বিপরীতে একজন চালক পান ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫৭৫ টাকা এবং সহকারী ৫৫০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। মালিক পক্ষকে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে জানানো হলেও সমাধান হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তারা জানিয়েছেন।

একই দাবিতে রাজশাহী ও নাটোর জেলাতেও পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন ও গ্রামীন ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে একতা পরিবহন স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন করছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫৭ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ