বাগেরহাটে স্কুলে সুপেয় পানির উৎস স্থাপন করলেন লায়ন ফরিদ

হোম পেজ » খুলনা » বাগেরহাটে স্কুলে সুপেয় পানির উৎস স্থাপন করলেন লায়ন ফরিদ
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে স্কুলে সুপেয় পানির উৎস স্থাপন করলেন লায়ন ফরিদ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন সুপেয় পানির উৎস স্থাপন করা হয়েছে। এটি উদ্বোধন করেন মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

রবিবার বেলা ১১টায় টিউবওয়েল উদ্বোধন উপলক্ষে তিনি ফিতা কেটে এবং নিজে পানি পান করে অনুষ্ঠানের সূচনা করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয় কর্তৃপক্ষও ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি ওষুধি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল পাইলট বালিকা বিদ্যালয় আমাদের জনপদের একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সুপেয় জলের জন্য টিউবওয়েলের খুবই প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যারা রাজনীতি করি, আমাদের কাজ হওয়া উচিত মানুষের জন্য। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ চলমান রাখছি।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১১ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ