বাসাইলে কাদের সিদ্দিকীর জনসভায় ১৪৪ ধারা জারি

হোম পেজ » ঢাকা » বাসাইলে কাদের সিদ্দিকীর জনসভায় ১৪৪ ধারা জারি
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫


বাসাইলে কাদের সিদ্দিকীর জনসভায় ১৪৪ ধারা জারি

সাগরকন্যা প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে আজ (রবিবার) উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আদেশ অনুযায়ী ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহীদ মিনার কেন্দ্রিক ৫০০ গজ এলাকায় সব ধরনের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।উপজেলা প্রশাসন বলেছে, একই স্থানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন আহ্বান করা ‘বাঙ্গাল মুক্তিউদ্ধো ও সমাবেশ’ এবং মো. রনি মিয়ার আহ্বান করা ছাত্র সমাবেশ একসাথে হওয়ার কর্মসূচি থাকায় সম্ভাব্য গোলযোগ এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আকলিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাক-ঢোল পিটানো, গোলযোগ সৃষ্টিকরণ, লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র বহন এবং অবৈধ প্রবেশ।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ৫:৫৭:০২ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ