নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধার, গ্রেফতার ১

হোম পেজ » রাজশাহী » নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধার, গ্রেফতার ১
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫


 

নাচোলে চুরি যাওয়া গরু উদ্ধার, গ্রেফতার ১

সাগরকন্যা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ॥

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মাক্তাপুর গ্রাম থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় তোফাজ্জল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে অভিযান চালিয়ে নাচোল মধ্যবাজারে শফিকুল ইসলামের বাড়ির পেছন থেকে গরুটি উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তোফাজ্জল মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর রাতে গোলাম মোস্তফার বাড়ি থেকে আনুমানিক ৬৫ হাজার টাকার গরুটি চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।

গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং গরুটি আইনি প্রক্রিয়া শেষে মালিককে ফিরিয়ে দেওয়া হবে।


এই/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৩৬ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ