ট্রলারে আসতে দেরি মহিপুরে জেলেকে পিটিয়ে হত্যা, আহত ৩

হোম পেজ » কুয়াকাটা » ট্রলারে আসতে দেরি মহিপুরে জেলেকে পিটিয়ে হত্যা, আহত ৩
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫


মহিপুরে জেলেকে পিটিয়ে হত্যা, আহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে সমুদ্রে যাত্রার জন্য প্রস্তুত ট্রলারে পৌঁছাতে দেরি করায় চার জেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। এতে হেলাল হাওলাদার (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর মৎস্য বাজারের আল-আমিনের আরতে এ ঘটনা ঘটে।

মৃত জেলে হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়ার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন-সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুল। তাদের প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রলারে আসতে দেরি করায় ট্রলার মালিক আল-আমিন ফরাজী, সোহাগ হাওলাদার ও মোশারেফ জেলেদের মারধর করেন। পরে ট্রলারে ওঠানো হলেও অসুস্থতার কারণে ফের তাদের নামিয়ে আনা হয়। শুক্রবার দুপুরে কলাপাড়া হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত তিন জেলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

মহিপুর থানার ওসি মাহামুদ হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, নিহত ও আহতদের পরিবার এলে মামলা রুজু করা হবে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:৪২ ● ১৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ