নিখোঁজের ৬ দিন পর পুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

হোম পেজ » রাজশাহী » নিখোঁজের ৬ দিন পর পুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


নিখোঁজের ৬ দিন পর পুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুর থেকে কেয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কেয়া খাতুন (২২) সাহাপাড়ার মির্জা শাহরিয়ারের মেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী মো. সুমনের স্ত্রী।

ওসি বলেন, সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরের একটি পুকুরে কেয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে। গত ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। কেয়ার স্বামী সুমন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী।

ওসি আরও জানান, কয়েকদিন আগেই কেয়ার মৃত্যু হয়েছে বলে মরদেহ দেখে আমাদের ধারণা। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

নিহত কেয়া খাতুনের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক ও চাচা মশিউর রহমান জানান, গত ২৮ আগস্ট ফজরের নামাজের পর থেকে কেয়া খাতুন নিখোঁজ ছিল৷ পরদিন তার পরিবার থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকে অনেক খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। আজকে (বুধবার) দুপুরে মরদেহ ভাসতে দেখা যায়। এক সন্তানের জননী নিহত কেয়া খাতুন সামান্য মানসিক ভারসাম্য ছিল বলে জানান পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৮ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ