নেছারাবাদে চার ভাগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন!

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে চার ভাগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন!
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী চার ভাগে বিভক্ত হয়ে পালন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় ব্যানার নিয়ে ব্যান্ড বাজিয়ে নেতাকর্মীরা ইন্দুহাট-মিয়ারহাট বন্দরে জড়ো হতে থাকে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ওয়াহিদুজ্জামানের সমর্থকরা ফজিলা রহমান মহিলা কলেজের সামনে, সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের সমর্থকরা সরকারী স্বরূপকাঠি কলেজ সংলগ্ন পার্টি অফিসের সামনে এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি মো. ফাকরুল আলমের সমর্থকরা সুটিয়াকাঠি মাঝিবাড়ী পার্টি অফিসের সামনে সমবেত হয়। এরপর ওই তিন নেতা তাদের সমর্থকদের নিয়ে র‌্যলি বের করে মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দর প্রদক্ষিন করে এবং ফাকরুল আলমের নেতৃত্বাধীন নেতাকর্মীরা ও আল বেরুনী সৈকতের নেতৃত্বাধীন নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে র‌্যলি করে স্বরূপকাঠি উপজেলা সদরের পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পাশাপাশি স্বরূপকাঠী পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন এর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৭:০১ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ