‘পায়রা বিদ্যুৎকেন্দ্র সড়ক অবরোধে পুনর্বাসন পল্লীর সম্পৃক্ততা নেই’

হোম পেজ » পটুয়াখালী » ‘পায়রা বিদ্যুৎকেন্দ্র সড়ক অবরোধে পুনর্বাসন পল্লীর সম্পৃক্ততা নেই’
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


পায়রা বিদ্যুৎকেন্দ্র সড়ক অবরোধে পুনর্বাসন পল্লীর সম্পৃক্ততা নেই

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানা-এর বাসিন্দারা বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পল্লীর পরিচালনা কমিটির সভাপতি অলিউর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের আহ্বানে পায়রা বিদ্যুৎকেন্দ্রগামী সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তাঁকে অবহিতও করা হয়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের দলিল হস্তান্তর, কর্মসংস্থান, আবাসন পল্লীর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের মতো যৌক্তিক দাবি নিয়ে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। এসব সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রবিউল আউয়াল অন্তর ব্যক্তিগত ইস্যু যুক্ত করে ভিন্ন পথে আন্দোলন করছেন। এতে বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।

অলিউর রহমান বলেন, এ কারণে সৃষ্ট কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় পুনর্বাসন পল্লীর বাসিন্দাদের ওপর বর্তাবে না। সংবাদ সম্মেলনে মালেক হাওলাদার, হেলাল মৃধা, ইদ্রিস মোল্লাসহ জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ধানখালীর বাসিন্দা রবিউল আউয়াল অন্তর আট দফা দাবিতে গত ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে সাত দিনের মধ্যে সমাধানের আল্টিমেটাম দেন। নতুবা সড়ক অবরোধের ঘোষণা দেন। এ ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজর রাশেদুল ইসলাম সোমবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলন করেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৯ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ