কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


কলাপাড়ায় দশকানী গ্রামে পানিবন্দী মানুষের পাশে বিএনপি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত এলাকাবাসীর ভোগান্তি কমাতে গ্রামের পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধের উপর পাইপ বসিয়ে পানি নামিয়ে দেওয়া হয়েছে।

এ কাজে অর্থায়ন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।

লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার বলেন, দীর্ঘদিন এই গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। বিএনপির সহযোগিতায় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ায় এখন গ্রামবাসী উপকৃত হবে।

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এবং কৃষিকাজও সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৮ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ