কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পে পুনর্বাসিত ৬০৫টি পরিবারকে ১০ দিনব্যাপী পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভুঞা, সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত দেবনাথ ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপকারভোগীরা বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জন করবেন। এতে তাদের জীবিকা উন্নয়নে সহায়তা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৩৮ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ