নেছারাবাদে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫


মো. জসিম তালুকদার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদার নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ভুয়া উল্লেখ করে বলেন, আমার ছবি এডিট করে অপপ্রচার চালানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এমনসব দাবি করেন। তিনি বলেন, মালয়শিয়া থেকে ‘আরেফিন মারুফ’ নামে একটি ফেসবুক আইডি আমার ছবি এডিট করে ইয়াবা সেবনের ভুয়া ছবি ছড়িয়ে দিয়েছে। ওই ছবি ব্যবহার করে একটি অনলাইন নিউজ পোর্টালে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

জসিম তালুকদার এসময় দাবি করেন, তাকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ওই নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদার ইয়াবা সেবন করছেন- এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১৭ আগস্ট ছড়িয়ে দেওয়ার পর একটি অনলাইনে তাকে নিয়ে নিউজ হয়।

বাংলাদেশ সময়: ২১:৫১:০১ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ