নেছারাবাদ বিএনপিতে নতুন কমিটির নির্দেশ, পুরাতন কমিটি বিলুপ্ত

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদ বিএনপিতে নতুন কমিটির নির্দেশ, পুরাতন কমিটি বিলুপ্ত
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতি দ্রুত নতুন কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে পুরাতন কমিটি বিলুপ্ত হওয়ার খবর শঙ্কা ও হতাশা সৃষ্টি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার স্বার্থে ত্যাগী, নির্যাতিত ও মাঠের পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

নেছারাবাদ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত বলেন, তিনি শুনেছেন কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত করা হয়েছে, তবে সঠিক কারণ জানেন না।

বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, উপজেলায় কিছু সমস্যা ছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে একটি ইনকোয়ারি করছেন। ইনকোয়ারি করতে একজন যুগ্ম আহ্বায়ক পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার পরে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় পূর্বের আহ্বায়ক কমিটির দু’জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে ইনকোয়ারি করা হয়েছে। সম্ভবত তার ভিত্তিতে কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু বিষয়ও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৩ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ