বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন

হোম পেজ » বরগুনা » বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলার ৪ ইউনিয়নে শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন স্বাক্ষরিত

প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়। সবগুলো কমিটি ছিল ৫১ সদস্যের।

৪ টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি হলো- ছোটবগী ইউনিয়নে সভাপতি আল-আমীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক রবিউল প্যাদা। কড়ইবাড়িয়া ইউনিয়নে সভাপতি রাসেল ওসমান ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার। নিশানবাড়িয়া ইউনিয়নে সভাপতি হেলাল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান আকন। সোনাকাটা ইউনিয়নে সভাপতি লিটন হাওলাদার ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি।

উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন বলেন, যাঁরা এই কমিটিতে স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের কাঁধে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে আবারও জনগণের শক্তিতে ক্ষমতায় নিয়ে আসা এবং দেশনেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আরও সুদৃঢ় করা।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০৬ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ