নেছারাবাদে জামায়াত নেতাদের ডাকযোগে হুমকি: থানায় অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জামায়াত নেতাদের ডাকযোগে হুমকি: থানায় অভিযোগ
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫


জামায়াত নেতা যথাক্রমে মো. শরিফুল ইসলাম ও মো. আব্দুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদের দুই জামায়াত নেতাকে ডাকযোগে প্রাপ্ত উড়ো চিঠিতে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে ১৩ আগস্ট। ওই দিন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতির নামে একটি রেজিস্ট্রিকৃত চিঠি আসে। চিঠিতে তাকে রাজনীতি না করার হুমকি দেওয়া হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ ছিল স্বরূপকাঠি পৌর এলাকার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম।

দ্বিতীয় ঘটনা ১৬ আগস্ট, একই ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের কাছে ডাকযোগে আরও একটি হুমকিপত্র পৌঁছায়। চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়াতে বলা হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ওই খামের প্রেরক হিসেবে লেখা ছিল জণৈক মো. কবির মিয়ার নাম, যিনি  উপজেলার কামারকাঠি গ্রামের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, এ ঘটনায় দুই নেতা উপজেলা জামায়াত নেতাদের পরামর্শে পৃথকভাবে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্বরূপকাঠি পৌর জামায়াতের আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের দুই নেতাকে ডাকযোগে রাজনিতী ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিঠিতে চাঁদাও দাবি করা হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ থানায় অভিযোগ করেছি।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে থাকা মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১২:২৪:৪৪ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ