৩ দিন সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, অবশেষে উদ্ধার

হোম পেজ » খুলনা » ৩ দিন সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, অবশেষে উদ্ধার
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫


৩ দিন সমুদ্রে ভাসছিলেন ৮ জেলে, অবশেষে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন ধরে সমুদ্রে ভাসছিল মাছধরা ট্রলার এফবি মায়ের দোয়া। অবশেষে ওই ট্রলারে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড-এর বাগেরহাটের কর্ততব্যরত মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

১৪ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে এফবি মায়ের দোয়া ট্রলারটি ৮ জন জেলেসহ সমুদ্রে যায়। ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়ায় নৌযানটি চলাচল করতে পারছিল না। ফলে ট্রলারটি তিন দিন ধরেই সমুদ্রে ভাসছিল।

রোববার সকালে মোবাইল নেটওয়ার্ক পেলে  ট্রলারের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চায়। পাওয়া তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান শুরু করে।

মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫ নম্বর বয়ার সমুদ্র এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে ৮ জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। পরে নৌযানটি হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে নিয়ে আসা হয়।

কোস্ট গার্ড সূত্রে বলা হয়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিয়মিত উদ্ধার এবং নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্ধারের কাজ অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৫০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ