শিবগঞ্জের রুবেল হক এখন পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জের রুবেল হক এখন পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন- ২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাগপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি)। অন্য সদস্যরা হলেন- আফসানা বেগম (সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি), মিজানুর রহমান (সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ), তানভীর আহমেদ (সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ), শারমিন আক্তার (সহকারী পুলিশ সুপার, রংপুর রেঞ্জ), কামরুল ইসলাম (সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ)।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাদারিত্বে অগ্রগতি নিশ্চিত করবে।

৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৪ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ