
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে অস্ত্রধারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। আহতরা হলেন চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আরবি বিষয়ক প্রভাষক মোরেজাউল করিম খন্দকার (৪৮) ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার (৪০)।
আহত দুজনকে প্রথমে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানকার দায়িত্বরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মোরেজাউল করিমের শরীরে সাত স্থানে মারাত্মক ক্ষত হয়েছে। আবু তাহেরের শরীরের এক স্থানে ক্ষত আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
আহত আবু তাহের অভিযোগ করেন, মসজিদে জোহরের নামাজের উদ্দেশ্যে রওয়ানা করে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত পৌঁছানোমাত্র হামলাকারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মোরেজাউল করিমকে কুপাতে শুরু করেন। তাকে বাঁচাতে গেলে আমাকে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়। তিনি বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে এমন ঘটনা ঘটিয়েছে। তার সাথে পূর্বে কোনো বিরোধ ছিল না বলেও তার দাবি।
অভিযুক্ত আবুল হোসেন (৪০) চরমানিকা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও আমিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন।