তাহিরপুরে আ.লীগ নেতার ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

হোম পেজ » সর্বশেষ » তাহিরপুরে আ.লীগ নেতার ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


তাহিরপুরে আ.লীগ নেতার ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ আল ফয়সাল নামে এক আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ভোরে বাদাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার আল ফয়সাল বাদাঘাট ইউনিয়নের নাগরপুর (টেন্ডারপাড়া) গ্রামের প্রয়াত সুজাত মিয়ার ছেলে। তিনি প্রয়াত সুজাত মিয়ার ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। সুজাত মিয়া ছিলেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ভোরে বাজারের জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণের সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় টহল পুলিশ আল ফয়সাল ও সহযোগী রহমত আলীর দেহ তল্লাশি করে। পৃথক দুটি প্যাকেটে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আল ফয়সালকে গ্রেপ্তার করলেও রহমত আলী পালিয়ে যান। তিনি কুনাটছড়া গ্রামের মিন্নত আলীর ছেলে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার বাদী এসআই হাফিজুল ইসলাম জানান, আল ফয়সালকে গ্রেপ্তার এবং রহমত আলীকে পলাতক আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪২ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ