
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারীতে চলাচলের সড়কে পাট শুকানোর বাঁশ টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উত্তম সরকার (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গুরুতর আহতরা হলেন- জগদীশ বিশ্বাস (৬০), জয়ন্ত বিশ্বাস (২৬), অপূর্ব বিশ্বাস (৩৫), শিবু বালা (৬০), রতন বালা (৪০) ও সুজন সরকার (২৫)। তারা ফরিদপুর মেডিক্যালে চিকিৎসাধীন। এছাড়া ইতি বিশ্বাস (৫২), সুশান্ত বিশ্বাস (৩০), রবিন বিশ্বাস (৫০), সমীর বিশ্বাস (৪০), সুজন সরকার (৩০) ও শুক্লা বিশ্বাস (৩৩) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্র জানায়, বাজিদাদপুর গ্রামের নীতিশ কুমার বালা (৫৫) ও জগদীশ কুমার বিশ্বাসের (৬০) মধ্যে রাস্তা সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সম্প্রতি সালিশ বৈঠকে মীমাংসা করে সীমানা পিলার বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জগদীশ বিশ্বাসরা বাঁশ টাঙাতে গেলে নীতিশ কুমার বালার লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে এবং ১৭ জন আহত হন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা জানান, মারামারিতে আহত ১৭ জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৭ জনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়।
শেখর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। সংঘর্ষ থেমে যাওয়ায় পুলিশও ফিরে গেছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল। তবে ঘটনাস্থল শান্ত হওয়ায় ফিরে এসেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।