নেছারাবাদে চেয়ারম্যানপুত্র ও নৈশপ্রহরী ইয়াবাসহ গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে চেয়ারম্যানপুত্র ও নৈশপ্রহরী ইয়াবাসহ গ্রেফতার
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


 

নেছারাবাদে চেয়ারম্যানপুত্র ও নৈশপ্রহরী ইয়াবাসহ গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ(পিরোজপুর)

নেছারাবাদে ২৫ পিস ইয়াবাসহ সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও এক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব সোহাগদল গ্রামের গ্রীন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- গুয়ারেখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে শাকিল শিকদার (৩৫) এবং এগারোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাজিব মোল্লা (৪০)। রাজিব পাটিকেলবাড়ি গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মোস্তফা শওকত জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শাকিল শিকদার দীর্ঘদিন ধরে গুয়ারেখা ইউনিয়নে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। রাজিব মোল্লা স্কুলের নৈশ প্রহরীর চাকরির আড়ালে রাতের বেলা মাদক বিক্রি করতেন। তারা ছোট ছোট বিক্রেতার মাধ্যমে মাদকসেবীদের কাছে ইয়াবা পৌঁছে দিতেন।

পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২০:১৩ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ