
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালীর কলাপাড়ায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভাটি অনুষ্ঠিত হয়।
সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপন একই সাথে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, আয়োজিত শোকসভায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির ও মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহসীন পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক চঞ্চল সাহা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক এস এম মোশারেফ হোসেন মিন্টু ও সাংবাদিক জসিম পারভেজ।
উল্লেখ্য, সাংবাদিক জাহিদ রিপন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫১ বছর।