আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে হাজারো মানুষ

হোম পেজ » বরগুনা » আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে হাজারো মানুষ
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


 

আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে হাজারো মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

বিভিন্ন স্কুল, পৌর অফিস ও আবাসিক এলাকায় যাতায়াত করা প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছে।

জানা গেছে, গত বছরের জুলাইয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে পৌরসভার কেন্দ্রীয় লেক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয় ১২ কোটি ৫৬ লাখ টাকা। কাজ পায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড।

তারা পৌরসভার সামনে সড়কে বালু ও পাথর রেখে কাজ শুরু করে। কিন্তু গত দুই মাস ধরে কাজ বন্ধ থাকলেও সেসব সামগ্রী সরানো হয়নি।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশিরভাগ অংশ দখল করে রাখা হয়েছে বালু ও পাথরের স্তুপে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৪:৫৮ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ