বাবার লাশ দাফনে বাধা দিয়ে সম্পত্তি দলিল

হোম পেজ » রাজশাহী » বাবার লাশ দাফনে বাধা দিয়ে সম্পত্তি দলিল
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে হামেদ আলী (৫৮) নামের এক পান ব্যবসায়ীর মরদেহ দাফন ১৯ ঘণ্টা বিলম্বে সম্পন্ন হয়েছে। মৃত্যুর পর তার একমাত্র ছেলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় লাশ দাফন আটকে রেখে সম্পত্তি বণ্টনের দাবি জানান। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের আলোচনায় ফারায়েজ মোতাবেক সম্পত্তি ভাগ করে দলিল সম্পাদনের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ী গ্রামে।

স্থানীয়রা জানান, মৃত কেরামত আলীর ছেলে হামেদ আলী দীর্ঘদিন ধরে পান ব্যবসা করতেন। রাজশাহী থেকে পাইকারি দরে পান এনে শাজাহানপুরের বিভিন্ন হাটে বিক্রি করতেন তিনি। গত কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তিনি দুই মাস আগে শয্যাশায়ী হন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক দিন আগে হামেদ আলী তার বাড়ি ও জমিসহ সমস্ত সম্পত্তি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দেন। এতে তার একমাত্র ছেলে মাসুদ রানা (৩০) বঞ্চিত হন। বাবার মৃত্যুর পর তিনি নিজের ন্যায্য অংশ দাবি করে দাফনে বাধা দেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও আত্মীয়-স্বজন মিলে বিষয়টির সমাধান করেন। ফারায়েজ আইনের ভিত্তিতে সম্পত্তি বণ্টন করে রেজিস্ট্রেশন দলিল সম্পন্নের পর শনিবার রাতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১০:০১:৪২ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ