পটুয়াখালীতে র‍্যাব’র গাড়ি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২২

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে র‍্যাব’র গাড়ি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২২
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


পটুয়াখালীতে র‍্যাব’র গাড়ি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২২

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীতে র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন র‍্যাব সদস্য।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাব-৮ এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং র‍্যাবের গাড়িতে থাকা ২২ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানে দুই বছরের একটি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৩০:১৫ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ