মঠবাড়িয়ায় ব্যবসায়িকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় ব্যবসায়িকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


মঠবাড়িয়ায় ব্যবসায়িকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম জমাদ্দার নামে তিন সন্তানের জনককে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে শামীমের বাবা আব্দুল হালিম জোমাদ্দার বাদী হয়ে অভিযুক্ত সোহাগ ফরাজীকে প্রধান করে মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, তিন সন্তানের জনক মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ি শামীমের সাথে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আঃ আজিজ ফরাজী ছোলে সোহাগ ফরাজীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে রোববার দুপুরে শহরের দক্ষিণ বন্দর গরুর হাটা এলাকায় বাকবিতান্ডার একপর্যায়ে সোহাগ ফরাজী শামীমকে ধারালো দাও দিয়ে কোপ দেয়। এতে শামীমের গলার নিচের রগ কেটে যায়। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত শামীমের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সোহাগ ফরাজীকে আটক করে।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এঘটনায় আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোহাগ ফরাজীকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৯:২১ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ