গৌরনদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যালয় উদ্বোধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যালয় উদ্বোধন
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


গৌরনদীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যালয় উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বখতিয়ার আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ওয়ারেন্ট অফিসার মো. মনির হোসেন, সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আলী এবং সাবেক নৌবাহিনীর সদস্য মো. হুমায়ূন কবির হিমু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সেনা সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সমাজে শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের প্রতীক। তাঁদের অভিজ্ঞতা ও মেধা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১৫ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ