
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার মাদক সিন্ডিকেটের মূল হোতা রাসেল হাওলাদারকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকের পর শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে রাসেলের ঘর থেকে এক গ্রাম হেরোইন, পরিমাপ যন্ত্র ও প্যাকেজিং মেশিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল ১২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রত্যন্ত গ্রামাঞ্চলে তার নেটওয়ার্ক রয়েছে। এমনকি কিছু স্কুল শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়েছে। স্ত্রী ও দুই ভাই- রুবেল হাওলাদার ও সজিব হাওলাদারকেও তিনি মাদক ব্যবসায় যুক্ত করেছেন। তারা বিভিন্ন এলাকায় ক্ষুদ্র বিক্রেতাদের কাছে মাদক সরবরাহ ও অর্থ সংগ্রহ করেন।
অভিযোগ রয়েছে, রাসেলের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু সদস্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাড়িতে তাদের অবাধ যাতায়াত ছিল। রাসেলের বিরুদ্ধে আমতলী থানায় ৯টি মামলা এবং স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাসেলের কারণে অনেক পরিবার পথে বসেছে। তারা রাসেলের কঠোর শাস্তি দাবি করেছেন।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, রাসেলের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, বিচারকের নির্দেশে রাসেলকে বরগুনা জেলে পাঠানো হয়েছে।