সিডরম্যান হত্যা: ৮ বছর পর আদালতে মামলা ছেলের

হোম পেজ » বরগুনা » সিডরম্যান হত্যা: ৮ বছর পর আদালতে মামলা ছেলের
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

সিডর-রাতের বীর জয়দেব দত্তের হত্যার বিচার চেয়ে ৮ বছর পর আদালতে মামলা করেছেন তার ছেলে প্রসেনজিৎ দত্ত। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের শ্যালক সঞ্জীব দাসসহ তালতলীর সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি মিলিয়ে ১৪ জনকে আসামি করা হয়। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান মামলা আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

২০০৭ সালের সিডর-রাতে মাইকিং করে হাজারো মানুষকে বাঁচানো জয়দেব দত্ত পরে ‘সিডরম্যান’ হিসেবে পরিচিতি পান। তবে ২০১৭ সালের ২ আগস্ট রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। তৎকালীন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হস্তক্ষেপে পরিবার মামলা করতে পারেনি বলে দাবি করেছে নিহতের পরিবার। প্রসেনজিৎ দত্ত বলেন, আমার বাবাকে সম্পত্তির লোভে হত্যা করা হয়েছে। এখনো বিশ্বাস করি, ন্যায়বিচার পাব। মামলার প্রধান আসামি সঞ্জীব দাস বলেন, আমাকে হয়রানি করতেই মামলায় জড়ানো হয়েছে।

পটুয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, আদালতের নির্দেশ পেলেই তদন্ত শুরু হবে।

বাংলাদেশ সময়: ০:৪৮:০৩ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ